কমলগঞ্জে অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

কমলগঞ্জে অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা

আলোকিত সিলেট ডেস্ক ::: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায়, বালু উত্তোলনকারী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত ।

রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টায় অভিযান চালিয়ে বালুভর্তি একটি পিকআপ জব্দ করা হয়। এ সময় আদালত বালু উত্তোলনকারী ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী এ অভিযান চালান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী বলেন,‘বালু উত্তোলনের খবর পেয়ে রোববার সকালে কোনাগাঁও এলাকায় এ অভিযান চালাই। বালু উত্তোলনকারী আবুল কালামকে ২০১০/১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান হয়েছে। এ সময় একটি পিকআপও জব্দ করা হয়।’ তিনি আরো বলেন, এসব অভিযানের সময় অনেক জায়গায় স্থানীয় ভাবে বাধা প্রাপ্ত হতে হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ